প্রিয় পাঠক বন্ধু এবং শুভানুধ্যায়ী, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলা ভাষায় সমকামিতা নিয়ে প্রকাশ্যে সেভাবে কোন সাহিত্য রচনা হয় নাই বললেই চলে। ফেসবুকের এই যুগে অনেক সমকামী নামে বেনামে তাদের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তোলেন। সমকামী জীবনের হাসি কান্না, রোমান্স, হতাশা, অপরাধবোধে ভোগা ইত্যাদি বহুমুখী কাহিনী ফুঁটে ওঠে গল্পের পাতায়।
সমকামী সাহিত্যে সেই সব লেখকের লেখাকে একত্র করার প্রয়াস চালানো হচ্ছে। আশাকরি অদূর ভবিষ্যতে বাংলা সাহিত্যে সমকামী ধারার প্রচলন শুরু হবে সেই দিন খুব বেশী দূরে নয়। আর কেউ না পড়ুক, সমকামীদের উচিত মানসম্মত লেখা পড়া এবং সেগুলোর গঠনমূলক সমালোচনা করা।
সমকামিতা জিন্দাবাদ।
সমকামী সাহিত্যে সেই সব লেখকের লেখাকে একত্র করার প্রয়াস চালানো হচ্ছে। আশাকরি অদূর ভবিষ্যতে বাংলা সাহিত্যে সমকামী ধারার প্রচলন শুরু হবে সেই দিন খুব বেশী দূরে নয়। আর কেউ না পড়ুক, সমকামীদের উচিত মানসম্মত লেখা পড়া এবং সেগুলোর গঠনমূলক সমালোচনা করা।
সমকামিতা জিন্দাবাদ।
0 comments:
New comments are not allowed.